
দীর্ঘ ১৮ বছর পর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ মার্চ) উপজেলার আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে বেলা ১১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল হক।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা এমপি, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি আলী আজগার টগর (এমপি), চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদসহ জেলা ও উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয়ার্ধে উপজেলার তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিত্বে সাবেক উপজেলা সভাপতি আবু মুসাকে সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এসময় নবনির্বাচিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জন্য বলা হয়।
স্বাআলো/এসএ
.

মফিজুর রহমান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা
