
বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া চার হাজার ৪২২ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) এমপিও কমিটি।
এর মধ্যে খুলনা অঞ্চলের রয়েছেন ৫৫৪ শিক্ষক-কর্মচারী। তাদের মধ্যে স্কুলের ৪৫৫ জন ও কলেজের ৯৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
২২ মার্চ শিক্ষা ভবনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এমপিও কমিটির সভায় তাদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। সভায় কর্মকর্তারা স্ব-শরীরে অংশ নেন।
সভায় অংশ নেয়া কর্মকর্তারা জানান, স্কুলের ৩ হাজার ৮৯৯ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২২৮ জন, চট্টগ্রাম অঞ্চলের ৪৩৮ জন, কুমিল্লা অঞ্চলের ৫৯৭ জন, ঢাকা অঞ্চলের ৬৬০ জন, খুলনা অঞ্চলের ৪৫৫ জন, ময়মনসিংহ অঞ্চলের ৪৪২ জন, রাজশাহী অঞ্চলের ৫৮০ জন, রংপুর অঞ্চলের ২৫১ জন এবং সিলেট অঞ্চলের ২৪৮ জন শিক্ষক কর্মচারী রয়েছেন।
অপরদিকে কলেজের ৫২৩ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৪৪ জন, চট্টগ্রাম অঞ্চলের ৪৯ জন, কুমিল্লার ৪৯ জন, ঢাকা অঞ্চলের ৪৩ জন, খুলনা অঞ্চলের ৯৯ জন, ময়মনসিংহ অঞ্চলের ২৯ জন, রাজশাহীর ৯৫ জন, রংপুর অঞ্চলের ১০৫ জন এবং সিলেট অঞ্চলের ১০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
সম্প্রতি এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ পাওয়া নতুন শিক্ষকরা এমপিওর আবেদন করেছিলেন। এছাড়া গত কয়েকমাসে বিধান মতো নিয়োগ পাওয়া প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীরও এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। মার্চের আবেদন নিষ্পত্তি করে এসব শিক্ষক কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।
এদিকে বিভিন্ন স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০ হাজার ৯০৪ টি নতুন এমপিওভুক্ত শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পেয়েছেন। এদের মধ্যে অর্ধেকের বেশি স্কুল কলেজে নিয়োগ সুপারিশে পেয়েছিলেন। তাই চলতি মার্চ মাসে সাড়ে চার হাজার শিক্ষক এমপিওভুক্ত হওয়ায় সংশ্লিষ্টরা মনে করছেন এ সংখ্যা তুলনামূলক কম।
স্বাআলো/এসপি
.
