
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন শেখ আমেনা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকীতে যশোরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শেখ আমেনা বেগম সাবেক মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাতের সহধর্মিনী, সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর মাতা ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নানি।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকালে যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের ব্যক্তিগত কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগের ত্রাণ ও পুনঃবাসন বিষয়ক সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, ক্রীড়া সম্পাদক নাজমুল হুদা পনি, জেলা যুবলীগের শ্রম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান মামুন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-প্রচার সম্পাদক মেজবাহ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিএম জাকির হোসেন, জাবের হোসেন জাহিদ, খন্দকার মারুফ হুসাইন ইকবাল, শফিকুল ইসলাম সোহাগ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, মাহাবুবুর রহমান বিদ্যুৎ, শরীফ এ মাসউদ হিমেল, সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান শান্তি, সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির মামুন, ইকবাল হোসেন, মিন্টু সাহা, শহর মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, শহর ছাত্রলীগ নেতা শামীম হোসেন প্রমুখ দোয়া মাহফিলে অংশ নেন।
স্বাআলো/এস
.
নিজস্ব প্রতিবেদক, যশোর
