যে কেউ হতে পারবেন মীনা বাজারের অংশীদার

এখন থেকে চাইলে নিয়ম-নীতি মেনে যে কেউ মীনা বাজারের অংশীদার হতে পারবে। অন্যের বিনিয়োগে মীনা বাজার তার গুণমান বজায় রাখার অঙ্গীকার নিয়ে নতুন ফ্রেঞ্চাইজি বিজনেস মডেল নিয়ে আসছে।

রবিবার (১৭ এপ্রিল) প্রথম ফ্রেঞ্চাইজির সঙ্গে চুক্তি সইয়ের মাধ্যমে খুলে গেলো সেই নতুন দুয়ার।

কর্তৃপক্ষ বলছে, কোভিড পরবর্তী দেশজুড়ে নতুন উদ্যমে চলমান ও ফ্রেঞ্চাইজি মডেলে আরো অনেক এলাকায় মীনা বাজার খোলার উদ্যোগ নেয়া হয়েছে।

রবিবার মীনা বাজারের প্রধান কার্যালয়ে প্রথম ফ্রেঞ্চাইজি উদ্যোক্তা প্রকৌশলী আবদুল মান্নানের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই মডেলে প্রথম মীনা বাজারটি হবে রাজধানীর শনির আখড়ায়।

স্বাক্ষর শেষে মীনা বাজারের প্রধান নির্বাহী (সিইও) শাহীন খান গণমাধ্যমকে বলেন, কোভিডের কারণে গত কয়েক বছর আমাদের এক্সপ্যানশন থেমে ছিলো। কোভিড পরবর্তী দেশজুড়ে আমাদের আউটলেট সম্প্রসারণের উদ্যোগ নিতে যাচ্ছি। এটা মীনা বাজার নিজের ফান্ডে যেমন করবে, তেমন ফ্রেঞ্চাইজিদের নিয়েও করবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ১৭ এপ্রিল প্রথম চুক্তিটি হলো।

তিনি আরো বলেন, যারা আগ্রহী তাদের আহবান জানাচ্ছি বিনিয়োগ করে মীনা বাজারের অংশীদার হতে।

স্বাআলো/এসএ