
নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে।
উপজেলার পূর্ব চরবাটার ইউনিয়নে বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
সুবর্ণচরের চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বাড়ির পাশের বাগানে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন ওই নারী ও তার ছেলে। বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয় ঘটনাস্থলেই।
তাদের পরিচয় ওসি নিশ্চিত করে জানাননি।
স্বাআলো/এসএ
.
Author
জেলা প্রতিনিধি, নোয়াখালী
