
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে সংক্ষিপ্ত সিলেবাসের পরিবর্তে আগের নিয়মেই হবে ভর্তি পরীক্ষা। এছাড়া এবারো থাকছে না দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ।
বুধবার (২১ এপ্রিল) দুপুরে ভর্তি পরীক্ষার কোর কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সচিব ও একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগের নিয়মেই অনুষ্ঠিত হবে। অর্থাৎ যারা ২০১৯ সালে মাধ্যমিক ও ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাই অংশ নিতে পারবেন। এছাড়া ভর্তি পরীক্ষার সিলেবাসও পূর্বের মতো থাকবে।
সভায় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, উপ উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, ডিনবৃন্দ ও ভর্তি পরীক্ষার কোর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
স্বাআলো/এসএস
.
Author
চট্টগ্রাম ব্যুরো
