আফগানিস্তানে ফের মসজিদে বিস্ফোরণ, নিহত ৩৩

আফগানিস্তানের কুন্দুজ শহরে একটি সুন্নি মসজিদে বোমা হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪৩ জন। শুক্রবার এই ঘটনা ঘটে।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেন, কুন্দুজের ইমাম শাহিব জেলায় একটি মসজিদে বিস্ফোরণে শিশুসহ ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ফের মসজিদে শক্তিশালী বিস্ফোরণ

এদিকে এই হামলায় কারা জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই বিস্ফোরণের একদিন আগেই মাজহার-ই-শরিফের এক শিয়া মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই হামলায় প্রাণ হারান ১২ জন। সূত্র: আল জাজিরা।

স্বাআলো/এস

.

Author
আন্তর্জাতিক ডেস্ক