
ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের গ্র্যান্ডতাজ রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল এর সঞ্চালনায় ও প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ চৌধুরী বুলেটের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সর্ম্পকিত সংসদীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ও আওয়ামী লীগের সহ সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) সন্দীপ তালুকদার, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার প্রমুখ।
উক্ত ইফতার মাহফিলে শ্রীমঙ্গল উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মৌলভীবাজার জেলার ও শ্রীমঙ্গল উপজেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ এই ইফতার মাহফিলে উপস্থিত হয়ে দেশের শান্তি , সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করেন।
স্বাআলো/এসএস
.
ঝলক দত্ত, মৌলভীবাজার
