
কাল বাদে পরশু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে টাইগার শিবিরে সুসংবাদ। করোনা নেগেটিভ হয়েছেন সাকিব আল হাসান। খেলতে পারেন প্রথম টেস্ট।
শুক্রবার (১৩ মে) সংবাদমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় দলের টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও একই তথ্য জানিয়েছেন। আজ দুপুরেই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।
করোনায় আক্রান্ত সাকিব আল হাসান
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসেন সাকিব আল হাসান। কিন্তু তার শরীরে করোনা শনাক্ত হয়। দুই বার টেস্ট করানোর পরও ফল পজেটিভ আসে। এরপর থেকেই নিজ বাসায় আইসোলেশনে থাকেন।
স্বাআলো/এস
.
Author
স্পোর্টস ডেস্ক
