
আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়তি থাকায় দেশের বাজারেও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
ভালো মানের সোনার দাম ভরিতে বাড়ানো হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা। ফলে দেশের প্রতি ভরির সোনার দাম বেড়ে দাঁড়াবে ৮২ হাজার ৪৬৪ টাকায়। যা এতদিন ছিলো ৭৮ হাজার ২৬৫ টাকা।
শনিবার (২১ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আ রবিবার (২২ মে) থেকে সারাদেশে নতুন দাম কার্যকর হবে।
স্বাআলো/এসএ
.
Author
ঢাকা অফিস
