প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় এমপিওভুক্তির ঘোষণা

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণার অপেক্ষার শেষ হচ্ছে না। জুন মাসের শুরুতে এই ঘোষণা দেয়ার কথা থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। কবে নাগাদ এমপিওভুক্তির ঘোষণা দেয়া হবে সেটিও নির্দিষ্টভাবে জানাতে পারছে না কেউ।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতরে পাঠানো হয়। তালিকার সাথে প্রধানমন্ত্রীর অনুমোদন চেয়ে একটি চিঠিও দেয়া হয়। তবে সেই তালিকার অনুমোদন এখনো মেলেনি।

ওই সূত্র আরো জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দেয়ার পর সেই তালিকা আবার শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় ফেরত আসবে। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিওভুক্তির ঘোষণা দেবেন। তবে কবে এই অনুমোদন পাওয়া যাবে সেটি বলা যাচ্ছে না।

তিন বছর পর কাল থেকে শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষক বদলি

এ প্রসঙ্গে জানতে চাইলে এমপিওভুক্তির কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকা শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বুধবার (২৯ জুন) ‍দুপুরে বলেন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য তার দফতরে পাঠানো হয়েছে। তবে সেটি এখনো অনুমোদন করা হয়নি।

কবে নাগাদ এমপিওভুক্তির ঘোষণা দেয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তারা আরো জানান, এটি বলা মুশকিল। কেনোনা বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রীর অনুমোদনের ওপর। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেয়া হবে।

এর আগে গত ৫ জুন চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, আগামী সাতদিনের মধ্যে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা দেয়া হবে।

তার আগে অন্য আরেকটি অনুষ্ঠানে চলতি সপ্তাহে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেয়া হবে বলে জানান তিনি। তবে শিক্ষামন্ত্রীর সেই ঘোষণা বাস্তবায়ন হচ্ছে না।

স্বাআলো/এস

.

Author
ঢাকা অফিস