
সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের প্রার্থীদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চাকরি দেবে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপসহকারী প্রকৌশলী পদের তিন হাজার ১১২ জন প্রার্থীর এমসিকিউ পরীক্ষা আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা তিনটায় এ পরীক্ষা শুরু হবে। চলবে বিকেল চারটা পর্যন্ত।
রাজধানীর কাফরুলের হাজী আশ্রাফ আলী হাইস্কুল এবং মডেল একাডেমি, (ডি-টাইপ), সরকারি কলোনি, মিরপুরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন
উল্লেখ্য, কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে টেলিটকের ওয়েবসাইট অথবা পিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রার্থীদের কোডিভ-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরে আসতে হবে।
স্বাআলো/এসএস
.
চাকরি ডেস্ক
