
বাংলাদেশ কোস্টগার্ড বাগেরহাটের মোংলা পশ্চিম জোনের সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ রবিউল সরদার (২৮) নামের একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। তার নিকট থেকে ১১৯ পিচ ইয়াবা ও ৩০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
রবিউল সরদার খুলনা কয়রার ভান্ডারপোল চানিরচক এলাকার আইজুল সরদারের ছেলে।
মোংলা দ্বিগরাজ কোস্টগার্ড অফিস থেকে জোনাল কমান্ডারের পক্ষে লে: কমান্ডার (বিএন) এম মামুনুর রহমান শনিবার (১৬ জুলাই) দুপুরে দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট নলিয়ান টহলদল শুক্রবার রাতে পাইকগাছা উপজেলার শান্তা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা রবিউল সরদারকে ইয়াবা ও গাঁজাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। পরে তাকে পাইকগাছা থানা সোপর্দ করা হয়েছে।
স্বাআলো/এসএস
.
Author

আজাদুল হক, বাগেরহাট
