
চৌগাছার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, চৌগাছা বাস মালিক সমিতি ও ইটভাটা মালিক সমিতির সাবেক নেতা মরহুম আব্দুর রহিম মল্লিকের মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সিংহঝুলী আলিম মাদরাসা মসজিদে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে সিংহঝুলি ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান ও যশোর-১ আসনের এমপির শ্রদ্ধেয় মাতা মিসেস সখিনা বেগমসহ সকলের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও চৌগাছা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এবং সিংহঝুলী আলিম মাদরাসার সভাপতি অ্যাডভোকেট শাহানুর আলম শাহীন মল্লিক, সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, মরহুম আব্দুর রহিম মল্লিকের বড় ছেলে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের স্পেশাল এসাইনমেন্ট অফিসার ড. আশিকুর রহমান বিপ্লব মল্লিক, চৌগাছা ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল করিম মল্লিক প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিংহঝুলী আলিম মাদরাসা মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি তরিকুল ইসলাম।
স্বাআলো/এস
.

আজিজুর রহমান, চৌগাছা (যশোর)
