
জাতির পিতা বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের ব্যক্তিগত কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া, দিবসটি উপলক্ষে সদর উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন আনোয়ার হোসেন বিপুল।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- জেলা যুবলীগের শ্রম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান মামুন, জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক মেজবাউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, শরীফ এ মাসউদ হিমেল, সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান শান্তি, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন অধিকারী, সাবেক উপ-দফতর সম্পাদক সাইফুল ইসলাম বনি, সাবেক সদস্য আলীমুজ্জামান আলী, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক গাজী রায়হান মৌমন, শহর শাখা সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল প্রমুখ।
স্বাআলো/এস
.
নিজস্ব প্রতিবেদক, যশোর
