নড়াইলে গ্রাম পুলিশদের মাঝে পোশাক-বাইসাইকেল বিতরণ

নড়াইলের লোহাগড়ার গ্রাম পুলিশদের মাঝে পোশাক, বাইসাইকেল ও অন্যান্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২১-২২ অর্থবছরের উপজেলার ১২টি ইউনিয়নের ১১৭ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক, বাইসাইকেল ও অন্যান্য সরঞ্জাম সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এ সব সামগ্রী বিতরণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ-পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) স্থানীয় সরকার বিভাগ ফকরুল হাসান (সার্বিক), লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এস, এম ,এ হান্নান রুনু এতে বিশেষ অতিথি ছিলেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগার আলীর সভাপতিত্বে পৌর মেয়র সৈয়দ মশিয়ুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বি,এম কামাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইসলাম ইতি, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুবিধাভোগী গ্রাম পুলিশের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

স্বাআলো/এসএস

.

Author
সুজয় বকসী, নড়াইল