
নড়াইলের লোহাগড়ায় জেলা ক্রিড়া অফিসের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ পুকুরে জেলা ক্রিড়া অফিসের আয়োজনে ক্রীড়া অধিদপ্তর,যুব ও ক্রীড়া মন্ত্রণালযয়ের ক্রীড়া পরিদফতরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২২-২০২৩ এর আওতায় জেলার লোহাগড়া উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, দাখিল মাদরাসা ও ক্রীড়া ক্লাবের বাছাইকৃত (বালক- বালিকা) প্রতিযোগীদের অংশগ্রহণে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সাঁতারের চারটি ইভেন্টে বালক- বালিকা মোট আটটি গ্রুপে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
প্রজাপতি সাাঁতারে বালক, ছোট-গ্রুপে-অনিক কর্মকার -প্রথম, মুক্ত সাঁতার বালক, বড়- গ্রুপে -মেহেদী হাসান -প্রথম, বুক সাঁতার- প্রজাপতি সাতাঁর ও মুক্ত সাঁতারে বালিকা, বড় গ্রুপে- সামিমা আক্তার – প্রথম, বুক সাাঁতাওে -বালিকা – ছোট- গ্রুপে লিমা খানম -প্রথম স্থান লাভ করে। মোট ৩৬ জনকে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগার আলী।
জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সরকারি গ্রন্থাগারেরর লাইব্রেরিয়ান তাজুল ইসলাম।
সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিযোগী-অভিভাবকসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।
স্বাআলো/এসএস
.
সুজয় বকসী, নড়াইল
