
জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও যশোর পৌরসভার সাবেক মেয়র এস এম কামরুজ্জামান চুন্নুর রোগ মুক্তিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) জেলা শ্রমিকলীগের নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আয়োজন করেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।
বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুজ্জামান পিকুল, মেহেদী হাসান মিন্টু ও শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলাল।
জেলা জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি আজিজুল আলম মিন্টু, রাহিদুল ইসলাম, মোর্ত্তজা হোসেন, মুজিবুল হক, সাংগঠনিক সম্পাদক শাহীন মাহমুদ, আনিচুর রহমান বিপুল, সহ-ক্রীড়া সম্পাদক আবুল কাশেম, সদর শাখা আহবায়ক আবুল কাশেম, যুগ্ম-আহবায়ক নাজিম হোসেন বাহাদুরসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
স্বাআলো/এসএ
.
নিজস্ব প্রতিবেদক, যশোর
