
নড়াইলে পরিবেশ অধিদফতরের শব্দদূষণের প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা ও সচেতনতামূলক প্রচার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে পরিবেশ অধিদফতর, নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহায়তায় নড়াইল শহরের ঘোপাখোলা মোড়ে নড়াইল- লোহাগড়া-কালনা মহাসড়কের যানবাহনে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী ৭টি ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভারকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
জেলা প্রশাসন, নড়াইল এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাসের নেতৃত্বে মোবাইল কোর্টে পরিবেশ অধিদফতর, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় ড্রাইভার ও উপস্থিত জনতার মধ্যে শব্দদূষণের ক্ষতিকর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ কাজে জেলা আনসার সদস্যবৃন্দ সহযোগিতা করেন।
পরিবেশ অধিদফতর, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী জানান, পরিবেশ অধিদফতর নড়াইল জেলা কার্যালয়ের পক্ষ থেকে শব্দদূষণের প্রতিরোধে এ ধরণের অভিযান/মোবাইল কোর্ট পরিচালনা চলমান থাকবে।
স্বাআলো/এসএস
.
সুজয় বকসী, নড়াইল
