একসঙ্গে মেঘনায় নেমেছে ৭ বন্ধু, প্রাণ গেলো দুইজনের

চাঁদপুর শহরের মাদরাসা রোড বিকল্প লঞ্চঘাট এলাকার মেঘনা নদীতে গোসল করতে নেমে মুকিত আলীম (১৭) ও আব্দুল্লাহ গাজী (১৭) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা দুইজনই মাদরাসার ছাত্র ছিলো।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের লঞ্চ টার্মিনাল এলাকার কসাইঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে।

চাঁদপুর সদর নৌ থানার উপপরিদর্শক বেলাল জানান, সকাল সাড়ে ১০টায় তারা সাত বন্ধু মিলে একত্রে নদীতে গোসল করতে নামে। এ সময় জোয়ারে নদীতে পানি বৃদ্ধি পায় এবং দুইজন ভারসাম্য রাখতে না পেরে নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধারের চেষ্টা করে এবং পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাহিদুল ইসলাম জানান, তারা নদীতে ডোবার খবর পেয়ে আমাদের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চাঁদপুর নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, মৃতদের আবেদনের প্রেক্ষিতে ও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বাআলো/এসএস

.