পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের মাটিয়ারা এলাকায় প্রবাসীর গাড়িতে ডাকাতিকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২২ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ডাকাত সদস্যরা হলেন শরীয়তপুর জেলার গোসেরহাট উপজলার আলোইবতি গ্রামের রহিম (৪৯) ও কুমিল্লা লালমাই উপজেলার হতগড়া গ্রামের মো: সাব্বির (১৭)। আর আহত ‍পুলিশ সদস্যরা হলেন এএসআই ইয়াসিন ও কনস্টেবল মামুন।

জানা গেছে, মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে হাইওয়ে পুলিশ মাটিয়ারা এলাকায় অভিযান চালায়। এতে ডাকাত দলের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় ডাকাত দলের দুই সদস্য গুলিবিদ্ধ হন। আর আহত হয়েছেন পুলিশের এএসআই ইয়াসিন ও কনস্টেবল মামুন নামের দুজন। পুলিশ অভিযানে ডাকাতদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এসএস

.