যেকোনো মূল্যে বাল্যবিয়ে বন্ধ করতে হবে: এমপি আনার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং একলাব ও সোনার বাংলা ফাউন্ডেশনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ, কালীগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা, হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামাল ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, কোলা ইউপি চেয়ারম্যান আলা উদ্দীন আল আজাদ, নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কার, সিমলা-রোকনপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন চৌধুরী, ত্রিলোচনপুর ইউপি চেয়ারম্যান (তৃতীয় লিঙ্গ) নজরুল ইসলাম ঋতু, মালিয়াট ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান খান, বারবাজার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রাখালগাছি ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, সাংবাদিক নয়ন খন্দকার, জামির হোসেন প্রমুখ।

বাল্যবিবাহ নিরোধ কমিটির সভায় সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস বাংলাদেশের বাল্য বিবাহের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতরের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে গত বছরে কোভিট-১৯ মহামারির মধ্যে সারাদেশে অন্তত ৪৭ হাজার ৪১৪টি বাল্যবিবাহ সংঘটিত হয়েছে। বাল্যবিবাহের কারণে সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিতি অঞ্চল রাজশাহী।

প্রধান অতিথি এমপি আনোয়ারুল আজীম আনার বলেন, যেকোনো মূল্যে বাল্যবিয়ে বন্ধ করতে হবে। প্রশাসনের একার পক্ষে বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব না। এজন্য ইউপি চেয়ারম্যান, মেম্বরসহ সমাজের গণ্যমান্য সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ দমন করতে হবে। এছাড়া কাজী বা ইমামবৃন্দ যাতে ১৮ বছরের নীচে কাউকে বাল্যবিয়ে না দেন সেটির দিকে খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, বাল্যবিবাহের হার আগের থেকে অনেক কমেছে। মানুষ এখন অনেকটা সচেতন হয়েছে। তাপরও সম্মিলিতভাবে কাজ করতে পারলে সমাজ থেকে আস্তে আস্তে বাল্যবিবাহ দূর করা সম্ভব হবে।

স্বাআলো/এসএস

.

Author
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ