
বাংলাদেশ আওয়ামী তরুণলীগ যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদকে ফুলেল শুভেচছা জানান তার কার্যালয়ে।
শুক্রবার সকালে রূপদিয়া বাজারে যশোর জেলা শাখার সভাপতি আসাদুল হক আসাদ ও সাধারণ সম্পাদক আব্দার রহমান স্বাক্ষরিত মেহেদী হাসানকে সভাপতি ও সুমন হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত নেতৃবন্দ শুক্রবার সকাল সাড়ে ১১টায় যশোর শহরের বকুলতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেই সাথে জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন, সহ-সভাপতি জিল্লুর রহমান, সহ-সভাপতি সাকিব পসারী, সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস, আসাদুর রহমান, সংগঠনিক সম্পাদক রায়হান হোসেন, সহ-সংগঠনিক সম্পাদক রুহুল আমিন, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক এস এম রাকিবুল আজাদ, অর্থ সম্পাদক আলাল হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক কুতুবুদ্দিন রিপন, নির্বাহী সদস্য আসাদুজ্জামান, রুদ্র আইস, সৌমিক কর, সাকিব মোল্লা, মিন্টু দফাদার, মারুফ হোসেন প্রমুখ।
স্বাআলো/এসএস
.
নিজস্ব প্রতিবেদক, যশোর
