
বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরটি কয়েকটি জেলা ঘুরে এখন শ্রীমঙ্গলে। উদ্বোধনের পর থেকে শ্রীমঙ্গলের জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে এ রেলওয়ে জাদুঘরটি।
শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরটির শুভ উদ্বোধন করে পরিদর্শন করেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ভারপ্রাপ্ত সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র।
শ্রীমঙ্গল রেলস্টেশনে থাকা ট্রেনটি ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিনামূল্যে জাদুঘরটি দেখার জন্য শ্রীমঙ্গল রেল স্টেশনে প্রদর্শনীর জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
উদ্বোধনের পর থেকেই বিভিন্ন বয়সের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর দেখতে স্টেশনটিতে ভিড় করছেন। তাদের পদচারণায় স্টেশন মুখরিত হয়ে উঠেছে।
এই ভ্রাম্যমাণ জাদুঘরে ১৯২০ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ১২টি গ্যালারির মাধ্যমে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস তুলে ধরা হয়েছে। প্রতিটি গ্যালারিতে ডিসপ্লের পাশাপাশি শ্রবণযন্ত্রের মাধ্যমে তৎকালীন প্রেক্ষাপটের ধারা বর্ণনা দেয়া হচ্ছে। ভিডিও চিত্রের সঙ্গে ধারা বর্ণনা শুনে নতুন প্রজন্ম ইতিহাস জানতে পারছে।
জাদুঘরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ি, সমাধিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ, পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ, বঙ্গবন্ধুর ব্যবহৃত প্রতীকী চশমা, মুজিবকোট, পাইপ, মুজিব নগর স্মৃতিসৌধ, জাতীয় শহীদ মিনার, কারাগারের রোজনামচা, বিজয়স্তম্ভ কমলাপুর ও মুজিব শতবর্ষের লোগো প্রদর্শন করা হচ্ছে।
এসএসসি পরীক্ষা দিয়ে শ্রীমঙ্গলে ঘুরতে আসা বড়লেখা লাইসিয়াম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী স্বপ্নীল জানান, পাঠ্য বইয়ে বঙ্গবন্ধু সম্পর্কে পড়েছি। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরে এসে বঙ্গবন্ধুকে নতুন করে জানতে পেরেছি। তাঁর ত্যাগ, সাহস ও প্রতিবাদের ভাষা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। দেখে খুবই অনুপ্রানিত হয়েছি।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সাব্বির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনাম হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।
স্বাআলো/এসএস
.
ঝলক দত্ত, মৌলভীবাজার
