
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে খালেদা জিয়া যোগদান করলে বিষয়টি আদালত দেখবে।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় সমাবেশের নামে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করলে প্রশাসনিকভাবে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।
সুন্দর পরিবেশে সমাবেশের জন্য বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি দু’টি জায়গার কথা বলেছে, সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউ। তাদের দাবির প্রতি লক্ষ্য রেখেই সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেয়া হয়েছে।
স্বাআলো/এসএস
.
Author
ঢাকা অফিস
