
রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া বলেছেন, পরিকল্পিত উন্নয়নের জন্য এবারের নির্বাচনে নগর বাসীকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
সোমবার (৫ ডিসেম্বর) বাদ মাগরিব নগরীর ৯নং ওয়ার্ডের বাহার কাছনা এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে এ কথা বলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী।
ডালিয়া বলেন, উন্নয়ন সম্ভাবনাময় রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন করতে হলে শতবছরের একটি পরিকল্পনা দরকার। অথচ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার দশ বছর হলেও একটি মাস্টার প্লান করা সম্ভব হয়নি। তাই আমি নির্বাচিত হলে রংপুর সিটির পরিকল্পিত উন্নয়ন করে মডেল সিটি করপোরেশন হিসেবে গড়ে তুলবো।
এসময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ আলী বাবুল, মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাভলী, উপ-দফতর সম্পাদক আবু সাদাত শাওন, হারাগাছ থানা আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলাম রেজাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্বাআলো/এসএস
.

হারুন উর রশিদ সোহেল, রংপুর
