
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টে ভারতীয় পাসপোর্টধারী দুই নাগরিককে ১১টি সোনার বারসহ আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কলকাতার পশ্চিমবঙ্গের জোড়াবাগান থানার চুনিলাল গুপ্তের ছেলে অনুপ কুমার গুপ্ত (৪৮) ও উত্তর প্রদেশের গোরখপুরের রামাশ্রীর ছেলে রাজেশ কুমার (৪৩)।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতীয় পাসপোর্টধারী দুই নাগরিক বাংলাদেশে প্রবেশ করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে জুতার ভেতর থেকে ১১টি সোনারবার উদ্ধার করা হয়। পরে দুইজনকে আটক করা হয়।
যশোরের বেনাপোল শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম বলেন, উদ্ধারকৃত ১১টি সোনার বারের ওজন ৬২১ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ টাকা। দুই চোরাকারবারীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বাআলো/এসএ
.

মফিজুর রহমান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা
