প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা

শরীয়তপুরের নড়িয়ায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মালয়েশিয়া প্রবাসী দানেশ সরদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তিনি মারা যান। এর আগে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাজনগর ইউনিয়নের ঠাঁকুরকান্দি এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে।

দানেশ সরদার ওই এলাকার সোনা মিয়া সরদারের ছেলে। তিনি ১০ বছর ধরে মালয়েশিয়া থাকেন। গত তিন মাস আগে বাংলাদেশে আসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্বশত্রুতা ও জমি-সংক্রান্ত জের ধরে ঠাঁকুরকান্দি এলাকার জয়নাল মোড়লের সঙ্গে সোনা মিয়া সরদারের দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় ঠাকুরকান্দি এলাকার লোকমান আকনের বাড়ির সামনের সড়কে মালেশিয়া প্রবাসী দানেশকে একা পেয়ে জয়নাল মোড়ল, শাহীন মোড়ল ও জনি মোড়লরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পরে ঢাকা নেয়ার সময় মাওয়া এলাকায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এদিকে, মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর অভিযুক্তরা ঘর তালাবদ্ধ করে পালিয়েছেন।

নিহত দানেশের বোন সাথী আক্তার ও ভাই শ্যালক সজিব হোসেন বলেন, জয়নাল মোড়ল, শাহীন মোড়ল ও জনি মোড়লসহ ১৫ থেকে ২০ জন মিলে আমাদের ভাইকে হত্যা করেছে। আমরা এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ঠাকুরকান্দি এলাকায় একটি হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার সংক্রান্ত তদন্ত অব্যাহত আছে। প্রাথমিকভাবে জানা যায়, পূর্বশত্রুতা ও জমি-সংক্রান্ত জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ভুক্তভোগী পরিবার অভিযোগ দায়ের করলে আমরা নিয়মিত মামলা রুজু করবো। এ ঘটনায় কেউ আটক হয়নি। তবে আটকের চেষ্টা চলছে।

স্বাআলো/এস