
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদের উদ্যোগে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে কম্বল বিতরণ করেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে যশোরের কাজী ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শীতবস্ত্র হিসেবে তিনি এই কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবীর বিজু, শহর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিম হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু মুসা মধু, জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মিলন, জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মুকুল, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাশেম বিশ্বাস, নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম হিমু, আব্দুল আলিম, আসাদ পারভেজ, আঃ গণি, ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গৌতম বসু, যুবলীগ নেতা অমিত সাহা, নরেন্দ্রপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হাসান ও সাবেক আহবায়ক জাহিদ হোসেন, ছাত্রলীগের সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিরন, সহ-সভাপতি সিদ্ধার্ত বিশ্বাস, প্রচার সম্পাদক মহিউদ্দিন সানি প্রমুখ।
এসময় কয়েক শত অসহায় মানুষের মাঝে কাজী নাবিল আহমেদ ইউপি চেয়ারম্যান রাজুর উদ্যোগে নিজ হাতে কম্বল তুলে দেন।
স্বাআলো/এস
.
নিজস্ব প্রতিবেদক, যশোর
