
বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি কার্য ও অসদাচরনে অপরাধে পুলিশ পরিদর্শক কামরুজ্জামানকে ( বিপি-৭৩৯২০৪১৪৭৪) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৩১ ডিসেম্বর অ্যাডিশনাল ডিআইজি বেলাল উদ্দিন সাক্ষরিত (স্বারক নং- ৪৪.০১.০০০০.০১২.২৭.৩৫৪.২২/২২৮০/১(১১) তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
পুলিশ পরিদর্শক কামরুজ্জান ঝিনাইদহ পিবিআই (পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরো) কর্মরত ছিলেন।
উল্লেখ্য পুলিশ পরিদর্শক কামরুজ্জামান গত শুক্রবার রাতে সে তার স্ত্রী যশোর সদর জুডিশিয়াল কোর্টের জিআরও এসআই শাহাজাদি আক্তারকে এলোপাতাড়িভাবে মারপিট ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন।
আহত শাহাজাদি এখনো যশোর জেনারেল হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছেন।
ঘটনাটি দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি শিরনামে আসে। বিষয়টি পুলিশ বিভাগের সর্বোচ্চ পৌছেলে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
ভূক্তভুগী যশোর সদর কোর্টের জিআরও এসআই শাহাজাদি আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।
স্বাআলো/এস
.
নিজস্ব প্রতিবেদক, যশোর
