
চুয়াডাঙ্গায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপ ও দৈনিক গড়ব বাংলাদেশ পত্রিকার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সোমবার (৯ জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সহ-সভাপতি এম. এ. রাজ্জাক খান রাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, দৈনিক গড়বো বাংলাদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলী কদর পলাশ, দৈনিক এই আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার তানভীর হাসান ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রায় এক হাজার কম্বল বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বাআলো/এসএস
.

মফিজুর রহমান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা
