বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঝিকরগাছা স্বেচ্ছাসেবকলীগের কম্বল বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে শংকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ছোট পোদাউলিয়া পিইউআর দাখিল মাদরাসা প্রাঙ্গণে আলোচনা সভা শেষে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সদস্য এইচএম ওমর শরীফ সাকী, জাহিদুল ইসলাম, মাহমুদ মুকুল, শাহাদৎ হোসেন, আল-আমীন, মিন্টু মিয়া ও মিজানুর রহমান।

শংকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিবাবির আহমেদ শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশানুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাহান আলী, আওয়ামী লীগ নেতা মহাসিন আলী মেম্বার, জাহান আলী দফাদার, কবিরুজ্জামান মিঠু, যুবলীগ নেতা জাহিদ হাসান পলাশ, পৌর নেতা কামরুজ্জামান শাহীন, সদরের তবিবর রহমান উজ্জ্বল, ছাত্রলীগ নেতা হান্নান হোসেন প্রমুখ। এর আগে ঝিকরগাছা উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানায় সংগঠনটি।

স্বাআলো/এসএস

.

Author
রেজওয়ান বাপ্পী, ঝিকরগাছা (যশোর)