
বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজাসহ আতাউর শেখ (৩২) নামের একজন পেশাদার অবৈধ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মাদক বিক্রেতা আতাউর শেখ উপজেলার কুলিয়া গ্রামের মোহাম্মাদ শেখের ছেলে।
মোল্লাহাট থানার ওসি সোমেন দাস বুধবার (১১ জানুয়ারি) বিকেলে এ প্রতিবেদককে জানান, পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে মঙ্গলবার রাতে উপজেলার শাসন গ্রাম থেকে আতাউরকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
স্বাআলো/এসএস
.
Author

আজাদুল হক, বাগেরহাট
