
যশোরে ইদ্রিস আলী (৫০) নামে নাইডগার্ডকে ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা। আহত ইদ্রিসকে এখন যশোর জেনারেল হাসপাতালে ওটিতে আছে।
ঘটনাটি ঘটেছে যশোর-বেনাপোল সড়কের লাউজানি রেল লাইনের পাশে।
আহত ইদ্রিস আলী যশোর সদর উপজেলার কায়েমকোলা গ্রামের আলীর ছেলে।
ভূক্তভোগেী ইদ্রিস আলী অভিযোগ করে জানান, তিনি লাউজানি র্যাংস গ্রপে গোডাউনের নাইডগার্ডের চাকরি করি। রাত ৭টার দিকে লাউজানি রেলক্রসিংয়ের পাশে দাড়িয়ে ছিলাম। এসময় তিনজন দূর্বৃত্ত এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার পেটে ছুরি মেরে চলে যায়।
স্থানীয়দের সহযোগিতায় প্রথমে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অবস্থা খারাপ হলে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার শফিকুর রহমান বলেন, ইদ্রিস আলীর অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করে ওটি পাঠানো হয়েছে। তার অপারেশন চলছে।
জানতে চাইলে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক তদন্ত শফিকুর রহমান চৌধুরী বলেন, ঘটনাটি সদরে নাকি ঝিকরগাছা থানা এলাকায় নিশ্চিত নয়। খোজ নেয়ার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
জানতে চাইলে ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন খোঁজ নিয়ে দেখা হচ্ছে। পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখবে।
স্বাআলো/এস
.
নিজস্ব প্রতিবেদক, যশোর
