
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জাঁহাপুর গ্রামে একুশে পদক প্রাপ্ত মরমী লালন সুর সাধক খোদাবক্স শাহ্’র ৩৩তম প্রয়াণ দিবস উপলক্ষে দুই দিনব্যাপী স্মরণ উৎসবে সাধুসঙ্গ শুরু হয়েছে। জাঁহাপুর গ্রামে খোদাবক্স শাহ্ স্মৃতি পরিষদের আয়োজনে গত ১৫ জানুয়ারী রাতে আনুষ্ঠানিকতা শুরু হয়ে ১৬ জানুয়ারী বিকালে শেষ হয়।
বাংলা একাডেমীর উপ-পরিচালক ডা.সাইমন জাকারিয়ার তত্ত্ববধায়নে অনুষ্ঠিত স্মরণানুষ্ঠানে দেশ-বিদেশের প্রায় দুই শতাধিক সাধুগণ অংশগ্রহণ করেন।
জাঁহাপুর গ্রামে খোদাবক্স শাহ্ স্মৃতি পরিষদের সভাপতি আব্দুল লতিফ শাহ্ সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানের পর উপস্থিত সাধুদের আধ্যাত্বিক গানে মুখরিত হয়ে ওঠে সমাধিস্থল।
স্বাআলো/এসএস
.
Author

মফিজুর রহমান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা
