
বাগেরহাটের কচুয়া উপজেলার চাঞ্চল্যকর কৃষক মোজাহের মোল্লা হত্যা মামলার তিনজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে খুলনা র্যাব-৬ এর সদস্যরা।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- কচুয়া উপজেলার ধোপাখালী কৃষ্ণপুর গ্রামের ইসমাইল শেখ (২৫), ইউনুস আলী (৩৪), ও আলীপুর গ্রামের রাসেল শেখ(২৫)।
খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে সোমবার (১৬ জানুয়ারী) বিকেলে দেয়া এক মেইল বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে এ তিন পলাতাক আসামিকে ঢাকা নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার কদমতলী এলাকা থেকে রবিবার দিনগত রাতে গ্রেফতার করা হয়। ধৃত আসামিদের কচুয়া থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ জানাুয়ারী বেলা ১১টার দিকে প্রকাশ্য জনসম্মুখে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। জমি-জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
স্বাআলো/এসএস
.

আজাদুল হক, বাগেরহাট
