
যশোরের ঝিকরগাছার লাউজানী রেলক্রসিংয়ে রোড ডিভাইডারের স্থানে আবারো ট্রাক দুর্ঘটনায় পড়েছে। রবিবার (১৫ জানুয়ারি) রাত ৩টার দিকে মাছের খাদ্য বোঝাই ট্রাক রাস্তার ওপর উল্টে পড়ে।
রাস্তা সরু হওয়ায় এক পথে পরিবহন পার করতে পুলিশের হিমশিম খেতে হচ্ছে। তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলাম।
স্থানীয়রা জানান, যশোর-বেনাপোল মহাসড়কে রাত ৩টার দিকে রেলক্রসিংয়ের ডিভাইডার স্থলে বিকট শব্দ শুনতে পেয়ে ভোরে ঘটনাস্থলে এসে দেখতে পান ঝিকরগাছার দিকে আসা মাছের খাবার বোঝাই ট্রাক (সাতক্ষীরা ট ১১-০৩৬৮) উল্টে রয়েছে।
এখানে রোড ডিভাইডারের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা বেড়েই চলেছে। সঠিক পদক্ষেপ নিতে হবে এই স্থানের দুর্ঘটনা রোধে। বর্তমানে শীতের কুয়াশার জন্য রোড ডিভাইডার দেখা যায় না ড্রাইভারদের সচেতনতা বাড়াতে হবে পাশাপাশি রোড ডিভাইডার যেনো দূর থেকে শনাক্ত করা যায় সেই পদক্ষেপ নিতে হবে।
ট্রাকে আফিল গ্রুপের মাছের খাবার ছিলো বলে জানা গেছে। ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মাছের খাবার নষ্ট হয়েছে।
নাভারণ হাইওয়ে পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তবে কেউ হতাহত হয়নি।
স্বাআলো/এস
.
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
