
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুটি করাতকলে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কের দুর্গাপুর গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট সানজিদা বেগম।
আদালত সূত্রে জানা গেছে, গ্রামের সড়কের পাশের করাতকল দুটির কাঠ সড়কের ধারে অবৈধভাবে স্তুপ ও ছড়িয়ে ছিটিয়ে রাখায় ২৯১ ধারায় দোষী সাব্যস্ত করে করাতকল মালিক আব্দুল আজিজকে দুই হাজার ও আলতাফ হোসেনকে ১০ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতের কাজে সহায়তা করেন কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ।
স্বাআলো/এস
.
Author

মফিজুর রহমান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা
