
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
নিহত মোটরসাইকেল চালকের নাম সেলিম হোসেন (২৪)। সে শিলখুড়ি ইউনিয়নের উত্তরতিলাই গ্রামের বেলাল হোসেনের পুত্র।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে পাগলারহাট বাজারের জামতলা নামক স্থানে মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটলে মোটরসাইকেল চালক সেলিম ছিটকে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় এলাকাবাসী চিকিৎসার জন্য তাকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কেন্দ্রে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিলো। ঘঁটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) জানান, মরদেহের প্রাথমিক সুরহতাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বাআলো/এস
.
জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
