
যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদের পক্ষ থেকে জাতীয় শ্রমিকলীগ যশোর জেলা শাখার নেতাকর্মীরা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
বুধবার (১৮ জানুয়ারী) বিকালে শহরের দড়াটানা মোড়ে এই কম্বল বিতরণ করা হয়।
জাতীয় শ্রমিকলীগ যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ সদস্য জবেদ আলী প্রধান অতিথি হিসেবে শতাধিক শীতার্তের হাতে কম্বল তুলে দেন।
এ সময় জাতীয় শ্রমিকলীগ যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহীন মাহমুদ, সাঈদ সিদ্দিকী চিরু, উপ-প্রচার সম্পাদক শেখ তৌহিদুর রহমান শাহীন, রিক্সাভ্যান শ্রমিকলীগের সভাপতি তাহের সরদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, ইজিবাইক শ্রমিকলীগের সভাপতি আবু হাসান টাংকু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম কচিসহ নির্মাণ, ঢালাই ও হোটেল শ্রমিকলীগসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাআলো/এসএ
.
Author
নিজস্ব প্রতিবেদক, যশোর
