যশোরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এসপি প্রলয়

যশোরে গরিব, অসহায়, দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদার।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকাল ৫টার দিকে যশোর জেলা পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়াদার শহরের পুরাতন কেন্দ্রীয় বাস টার্মিনাল মণিহার চত্ত্বরে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেযারম্যান সাইফুজ্জামান পিকুল, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম বেলাল হুসাইন, কোতোয়লী থানার ওসি তাজুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি রুপন কুমার সরকার প্রমুখ।

কম্বল বিতরণ অনুষ্ঠান এসপি বলেন, পুলিশ জনগণের সেবক। জনগণকে সেবা দেয়া পুলিশের কাজ। শীত এসেছে আমরা সবাই শীত অনুভব করছি। তাই শীতকে ভাগাভাগি করে নিতে আজকের এই কম্বল বিতরণ।

স্বাআলো/এস

.

Author
নিজস্ব প্রতিবেদক, যশোর