
সহকারী জজ নিয়োগের লক্ষ্যে নেয়া পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় ১০৩ জন উত্তীর্ণ হয়েছেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারী) জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত ১০৩ প্রার্থীর রোল নম্বর প্রকাশ করা হয়েছে। ঘোষণা অনুযায়ী ১০০ জনকে সুপারিশ করার কথা থাকলেও ১০০তম প্রার্থীর সমান নম্বর আরো তিনজন পেয়ে যাওয়ায় মোট ১০৩ জনকে মনোনীত করা হয়েছে।
পুরো ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।
স্বাআলো/এসএস
.
Author
চাকরি ডেস্ক
