
মোংলা বন্দরের বহিনোঙ্গর এলাকায় সার বোঝাই এমভি শাহাজালাল এক্সপ্রেস নামে একটি লাইটার ডুবে গেছে। মঙ্গলবার (২৪ জানুয়ারী) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। এ সময় লাইটারের ৮ কর্মচারী সাঁতরে পাশের লাইটারে উঠতে সক্ষম হয়।
বুধবার (২৮ জানুয়ারী) ভোররাত সাড়ে ১২টার দিকে বন্দর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় জাহাজটি ডুবে যায়।
লাইবেরিয়া পতাকাবাহী ক্লিংকার ভর্তি বাণিজ্যিক জাহাজ এমভি সুপ্রিম ভ্যালোর সঙ্গে ধাক্কা লেগে এমভি শাহজালাল এক্সপ্রেস লাইটারের জাহাজের প্রোপেলার ভেঙে যায়। এর ফলে ভাঙা স্থান থেকে পানি ঢুকে লাইটার জাহাজটি ডুবে যায়।
হাড়বাড়িয়া-৮ এলাকায় লাইবেরিয়ার পতাকাবাহী সারের জাহাজ এমভি ভিটা অলিম্পিক জাহাজ থেকে সার বোঝাই করে যশোরের নওয়াপাড়া এলাকায় যাচ্ছিলো।
ডুবে যাওয়া জাহাজ এমভি শাহজালাল এক্সপ্রেস। তবে জাহাজটি ডুবে গেলেও চ্যানেল সচল আছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন মোহাম্মাদ শাহীন মজিদ।
স্বাআলো/এসএস
.
