
বিদ্যা ও জ্ঞান লাভের আশায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলে বিদ্যার দেবী সরস্বতী পূজা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোর থেকেই বাসা বাড়ি এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যার দেবীর পূজা অনুষ্ঠিত হচ্ছে।
বিদ্যা ও জ্ঞান লাভের আশায় বানী অর্চনার মধ্য দিয়ে সনাতন ধর্মের মানুষ শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর চরণে পুস্পমাল্য অর্পণ, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ করেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সনাতন ধর্মালম্বীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস
.
Author
সুজয় বকসী, নড়াইল
