১০৩ টাকায় পুলিশে চাকরি দেয়ার ঘোষণা

শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১০৩ টাকায় পুলিশে চাকরি দেয়ার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ পুলিশ সুপার (এসপি) মাসুম আহাম্মদ ভূঞা।

গৌরীপুর থানার উদ্যোগে বুধবার বিকেলে শহীদ হারুন পার্কে বিট পুলিশিংয়ের সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে এই ঘোষণা দেন তিনি।

পুলিশ সুপার বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি ময়মনসিংহে পুলিশ কনস্টেবল পদে ১৯৫ জন রিক্রুট করা হবে।

কেউ যদি আর্থিক প্রলোভন, ঘুষ ও দুর্নীতির চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিক পুলিশে জানানোর কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি বলেন, গৌরীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। এখানে এসপি সাহেব ও ওসি সাহেব আছেন। আমাদের দলের ভেতর যদি হানাহানি-মারামারি হয়, কাউকে ছাড় দেবেন না। আইনানুগভাবে যে অপরাধী হবে, তার ব্যাপারে ব্যবস্থা নেবেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শফিকুল ইসলাম হবি, বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল প্রমুখ।

স্বাআলো/এসএ

.

Author
ময়মনসিংহ ব্যুরো