
পটুয়াখালী জেলার কুয়াকাটা পৌরসভার মেয়র মহিপুর থানা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হাওলাদার আওয়ামীলীগে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদ এলাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের ১ নং সিনিয়র সদস্য জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি পার্বত্য শান্তি চুক্তির সফল প্রণেতা আবুল হাসানাত আবদুল্লাহ এমপি এর কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগদান করেন কুয়াকাটা পৌরসভার মেয়র মহিপুর থানা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হাওলাদার।
এসময় তার সাথে ছিলেন স্থানীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির শরীফ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সহিদুল ইসলাম সহিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম বারি আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্বাআলো/এসএস
.
Author
জেলা প্রতিনিধি, পটুয়াখালী
