পাঁচ তলার ছাদ থেকে পড়ে প্রাণ গেলো একই পরিবারের দুই শিশুর

ঢাকার কামরাঙ্গীচরে খেলতে গিয়ে একটি পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় কামরাঙ্গীরচরের সিলেটি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো আব্দুর রহিম (৯) ও তার মামাতো বোন লামিয়া (২)। রহিমের বাবার নাম রোমান মিয়া ও সোনিয়ার বাবার নাম রাশেদ মিয়া।

ছাদ থেকে পড়ে যাওয়ার পর দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে তাদের চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে তাদের দুইজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে রাত সাড়ে সাতটায় মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা নিহত আব্দুর রহিমের বাবা রোমান মিয়া বলেন, আমরা কামরাঙ্গীরচর আহসানবাগ এলাকায় বোরহান মিয়ার পাঁচতলার বাড়ির ছাদের উপর ভাড়া থাকি। ওই পাঁচ তলার ভবনের সাইটে কোনো বাউন্ডারি না থাকায় আমার ভাগ্নী এবং আমার ছেলে খেলাধুলা করার সময় নিচে পড়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লামিয়ার বাবা রাশেদ মিয়া দিনমজুর এবং আব্দুর রহিমের পিতা রোমান মিয়া রিকশাচালক। তাদের বাড়ি সুনামগঞ্জে।

স্বাআলো/এসএ