গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ফাইনাল রাউন্ডে ব্রাজিল, ‘হেক্সা’ জয়ের স্বপ্ন শেষ আর্জেন্টিনার

‘জুনিয়র কোপা আমেরিকা’ খ্যাত অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের ৩০তম আসরে ‘এ’ গ্রুপে নিজেদের আগের তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্টে আগেই ফাইনাল রাউন্ড নিশ্চিত ছিলো ব্রাজিল ও প্যারাগুয়ের। ফলে শেষ ম্যাচে দুই দলের লড়াই রূপ নেয় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার।

শনিবার (২৮ জানুয়ারি) কলাম্বিয়ার এস্তাদিও দেপোর্টিভো স্টেডিয়ামে এমন সমীকরণের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিলের যুবারা। এতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই ফাইনাল রাউন্ডে উঠে গেল টুর্নামেন্টের ১১ বারের চ্যাম্পিয়নরা।

অপরদিকে, মেসি-ডি মারিয়াদের হাত ধরে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। জাতীয় দলের স্বপ্ন জয়ের এক মাসের মাথায় নিজেদের ষষ্ঠ শিরোপার লক্ষ্যে অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ খেলতে নামে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। তবে বড়দের মতো নিজেদেরকে রাঙাতে পারেনি জুনিয়র আলভারেজ-মার্টিনেজরা।

আসরে গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটিতে পরাজয় ও এক জয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে আলবিসেলেস্তা অনূর্ধ্ব-২০ দল। এর আগে প্যারাগুয়ের বিপক্ষে হার দিয়ে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেছিলো আর্জেন্টিনা। ছন্দ হারানো দলটি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছেও হেরে যায় ৩-১ গোলের বড় ব্যবধানে। এরপর পেরুর বিপক্ষে জয় পেলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে শনিবার কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে আসর শেষ করলো জুনিয়র মেসি-ডি মারিয়ারা।

স্বাআলো/এসএস

.

Author
স্পোর্টস ডেস্ক