ট্রাকচাপায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

ফাইল ছবি

ঝালকাঠির রাজাপুরে ট্রাকচাপায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা ছিলেন মোটরসাইকেল আরোহী। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে গেছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নৈকাঠি এলাকার পালবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পরিচয়পত্রে একজন পূর্ব রাজাপুরের আলী হায়দার (৪৫) অপর জন আঙ্গারিয়া গ্রামের শাহিন (৩০) বলে জানা যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পূলক চন্দ্র রায় বলেন, রাজাপুর মেডিকেল মোড় থেকে ট্রাক আটক করে মৃতদের লাশ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্বাআলো/এসএস

.