
বিএনপির মরণযাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির গণজোয়ারে ভাটা। তাদের পদযাত্রা নয়, মরণযাত্রা শুরু হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা উত্তর আওয়ামী লীগের সমাবেশে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, নির্বাচনে জিতলেও মানুষের পাশে আছি, হারলেও আছি। বন্দুকের নল দেখিয়ে ক্ষমতায় থাকার দল আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ পালাবার দল নয়।
তিনি বলেন, বিএনপি একতরফা মিথ্যাচার করবে, আওয়ামী লীগ কী চুপচাপ বসে থাকবে? আমাদের অবশ্যই জবাব দিতে হবে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির নেতাকর্মীরা সমাবেশের সাতদিন আগেই সমাবেশস্থলে শুয়ে পড়েন। এসব এখন কোথায় গেলো? কোথায় গেলো গণজোয়ার?
স্বাআলো/এসএস
.
Author
ঢাকা অফিস
